ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফুলপুরে নৌকা ও ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০২১
ফুলপুরে নৌকা ও ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী জয়ী

শশধর সেন ও এ বি এম আনিসুজ্জামান আনিস

ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী শশধর সেন ও ত্রিশাল পৌরসভায় স্বতন্ত্রপ্রার্থী এ বি এম আনিসুজ্জামান আনিস মেযর নির্বাচিত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল এ তথ্য জানান। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই দুই পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জানান, ত্রিশাল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী এ বি এম আনিসুজ্জামান আনিস জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নবী নেওয়াজ সরকার পেয়েছেন ৭ হাজার ৪৮৬ ভোট।

তিনি জানান, ফুলপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শশধর সেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী মো. রাকিবুল হাসান নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৭১৩ ভোট।

দুই পৌরসভায় মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ফুলপুর পৌরসভায় ২২ হাজার ৯৩৪ জন এবং ত্রিশাল পৌরসভায় ২৬ হাজার ৮২২ জন ভোটার রয়েছে।

মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়