ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেলান্দহ পৌরসভায় ফের মেয়র হলেন রবিন

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০২১  
মেলান্দহ পৌরসভায় ফের মেয়র হলেন রবিন

মেলান্দহ পৌরসভায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র শফিক জাহেদী রবিন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র শফিক জাহেদী রবিন ১৩ হাজার ৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী মো. মনোয়ার হোসেন হাওলাদার পেয়েছেন ৩ হাজার ৪১৮ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকের মেয়র প্রার্থী লিয়াকত আলী পেয়েছেন ২৪৮ ভোট।

মেলান্দহের মির্জা আজম অডিটরিয়ামে অনুষ্ঠিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিন এ ফলাফলে ঘোষনা করেন। এসময় স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, মেলান্দহ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ৭০টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়। এছাড়া ৩টি অস্থায়ী ভোট কক্ষ রাখা হয়েছিল। কোথাও কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৫জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

 পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮৩৯ জন এবং নারী ভোটার ১২ হাজার ৭২৫ জন। এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ১৭ হাজার ৪১৩ জন।

সেলিম/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়