ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লালমনিরহাটের পাটগ্রামে নৌকা সদরে প্রথম স্বতন্ত্র প্রার্থীর জয়

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২১  
লালমনিরহাটের পাটগ্রামে নৌকা সদরে প্রথম স্বতন্ত্র প্রার্থীর জয়

 

লালমনিরহাটের দুটি পৌরসভার নির্বাচনে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) লালমনিরহাটের পাটগ্রাম এবং লালমনিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেশকয়েকটি দল এবং আওয়ামী লীগের সতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

লালমনিরহাট পৌরসভার রেজাউল করিম স্বপন (সতন্ত্র) নিকটতম প্রার্থী মোফাজ্জল হোসেন (নৌকা) কে ১ হাজার ৯৮২ ব্যবধানে হারিয়ে জিতেছেন।

রেজাউল করিম স্বপন ১১ হাজার ৩৬ (স্বতন্ত্র), মোফাজ্জল হোসেন (নৌকা) ৯ হাজার ৫৫, মো. আমিনুল  ইসলাম (হাতপাখা) ৮৭০, মোশারফ হোসেন রানা (ধানের শীষ) ৫১০৮, এস এম ওয়াহিদুল হাসান (লাঙ্গল) ১৯৭১ ভোট পেয়েছেন।

পাটগ্রাম পৌরসভা নির্বাচনে রাশেদুল ইসলাম সুইট (নৌকা) ১২ হাজার ৬১১, সালাউজ্জামান ওপেল (ধানের শীষ), ২ হাজার ২৬১, কাজী আসাদ (নারিকেল গাছ), ১ হাজার ৬০৪, সুমন মিয়া (হাত পাখা) ১৫০ ভোট পেয়েছেন।

তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর উচ্ছ্বাসের সাথে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে রেজাউল করিম স্বপন বলেন, নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি পৌরসভাকে একটি জনবান্ধব, আধুনিক, পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলাই হবে প্রথম চ্যালেঞ্জ। আর এ লক্ষ্যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কাজ ত্বরান্বিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ফারুক/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়