ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদে বিএনপি প্রার্থী বিজয়ী

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০২১
সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদে বিএনপি প্রার্থী বিজয়ী

চতুর্থ ধাপের নির্বাচনে সাতক্ষীরা পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র তাজকিন আহমেদ চিশতি ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে ফের মেয়র নির্বাচিত হয়েছেন। 

তিনি পেয়েছেন ২৫ হাজার ৮৮ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ নাসেরুল হক ১৩ হাজার ৫০ ভোট, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা মো. নুরুল হুদা জগ প্রতীকে ২ হাজার ৮৮৮ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৭৯ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. নাজমুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

এ ছাড়া ৯টি ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন:

১নং ওয়ার্ডে স্কু ড্রাইভার প্রতীকে কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ডে ডালিম প্রতীকে সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ডে ব্লাকবোর্ড প্রতীকে আইনুল ইসলাম নান্টা, ৪নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে কাজী ফিরোজ হাসান, ৫নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে আনোয়ার হোসেন মিলন,  ৬নং ওয়ার্ডে ডালিম প্রতীকে শেখ মারুফ আহমেদ,  ৭নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে নিয়ে শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে শফিকুল আলম এবং ৯নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে শেখ শফিক উদ দৌলা সাগর। 

সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন:

১-২-৩ নং ওয়ার্ডে জবা ফুল প্রতীকে নুরজাহান বেগম, ৪-৫-৬ নং ওয়ার্ডে আনারস প্রতীকে অনীমা রানী মন্ডল এবং ৭-৮-৯ নং ওয়ার্ডে রাবেয়া পারভীন।

নির্বাচনে সাতক্ষীরা পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮৯ হাজার ২২৪ জন। 

শাহীন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়