ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মেলান্দহ পৌর নির্বাচনের ফল প্রত্যাখ্যান

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১৫ ফেব্রুয়ারি ২০২১  
মেলান্দহ পৌর নির্বাচনের ফল প্রত্যাখ্যান

চতুর্থ ধাপে অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহ পৌরসভার নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনোয়ার হোসেন হাওলাদার নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন।

মেলান্দহ পৌরসভা নির্বাচনে ১৩ হাজার ৪৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিক জাহেদী রবিন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনোয়ার হোসেন হাওলাদার পেয়েছেন ৩ হাজার ৪১৮ ভোট।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিএনপির পৌর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক নূরুল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য ফজলুর রহমান ঠান্ডা চেয়ারম্যান, শাহ্ জামাল মেম্বারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেলিম আব্বাস/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়