ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

থানায় ‘যুবকের’ জন্মদিনের কেক কেটে বিতর্কে পুলিশ

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ১৫ ফেব্রুয়ারি ২০২১  
থানায় ‘যুবকের’ জন্মদিনের কেক কেটে বিতর্কে পুলিশ

সাভার মডেল থানার পরিদর্শকের কক্ষে এক যুবকের জন্মদিনের কেক কাটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সমালোচনা হচ্ছে।

ওই যুবকের নাম রিপন সরদার ওরফে রায়হান ইসলাম। তিনি সাভারের দিলখুশাবাগ গ্রামের মো. গুলজারের ছেলে। ফেসবুক ওয়ালে রিপন নিজেকে সাভারের ৭নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি দাবি করেছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে রায়হান ইসলাম নামে ফেসবুক আইডি থেকে কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেই ছবিতে দেখা যায়, সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ও পরিদর্শক (অভিযান) আল আমিন তালুকদার যুবক রিপনের সঙ্গে মিলে কেক কাটছেন। আরেকটি ছবিতে রিপন ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামকে। আরেক ছবিতে পুলিশ পরিদর্শক (অভিযান) আল আমিন তালুকদার কেক খাইয়ে দিচ্ছেন রিপনকে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সাভার থানায় রিপনের জন্মদিনের কেক কাটা হয়। 

কখনও ছাত্রলীগ নেতা, আবার কখনও কর্মী পরিচয় দেওয়া রিপন মূলত ফুটপাতে চাঁদাবাজি মামলার আসামি। কথোপকথনে রিপন এক স্থানীয় সাংবাদিককে বলেন, ২০১৯ সালে চাঁদাবাজির মামলায় সাভার বাজারস্ট্যান্ড এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। এরপর তিন দিন জেলও খেটেছেন। যদিও মামলাটা শত্রুতামূলক বলে দাবি করেন রিপন।

থানায় রিপনের জন্মদিনের কেক কাটা ও সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েছে সাভার মডেল থানা পুলিশ। পরে অবশ্য রায়হান ইসলামের  আইডি থেকে পোস্টগুলো মুছে ফেলা হয়।  

থানায় জন্মদিন পালনের বিষয়ে রিপন বলেন, ‘আমার সঙ্গে একটা মানুষের সম্পর্ক থাকলে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারি। এখন এটা যদি আপনারা সমালোচনার দিকে নেন তাহলে কী করার।’ 

ছাত্রলীগের কোনো পদে তিনি আছেন কিনা- এমন প্রশ্নের উত্তরে রিপন বলেন, ‘আমি ছাত্রলীগের কর্মী ছিলাম। এবার আমি ৭নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি প্রার্থী।’ 

সাভার মডেল থানার পরিদর্শক (অভিযান) আল আমিন তালুকদার বলেন, ‘এটা ওই যে তদন্ত স্যারের রুমে আসছিলো। বলল যে, স্যার আমার জন্মদিন। তদন্ত স্যারে আমারে ডাকলো, আমি গেলাম। একটা ফুলের শুভেচ্ছা দিলো স্যাররে, এই।’ 

পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘একটা মানুষ যদি কেক আইনা কয়- ভাই আমার জন্মদিন কেকটা একটু কাইটা দেন- এই আর কী। দুই-তিনজনে সুপারিশ করলো এই জন্য করলাম। আসলে এগুলা যদি জানতাম যে ফেসবুকে দিবে, পরিচিত হলেও আমি দিতাম না।’ 

ঢাকা জেলার সিনিয়র সাংবাদিক ও সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব বলেন, ‘মূলত নিজের প্রভাব জাহির করতে থানায় কেক কেটে জন্মদিন উদযাপন করেছে এবং সেই ছবি পোস্ট করেছে।’ 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-হিল কাফি বলেন, ওই দুই কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। কারও সঙ্গে ছবি তুলতে হলে দেখে-শুনে, ভেবে তোলা উচিত ছিলো তাদের। 
 

সাব্বির/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়