ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কৃষক হত্যা মামলায় ১ জনের মৃত‌্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২১  
কৃষক হত্যা মামলায় ১ জনের মৃত‌্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক মো. ছিদ্দিক মিয়া হত্যা মামলায় এক জনের মৃত‌্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রপক্ষের এপিপি অ‌্যাডভোকেট আবু সাঈদ ইমাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হত্যার ঘটনার পরদিন ২৩ জানুয়ারি নিহতের বড় ভাই মানিকুজ্জামান বাদি হয়ে ছয় জনের নাম উল্লেখ করে বাজিতপুর থানায় হত্যা মামলা (নং-১০) দায়ের করেন।

মামলাটি পুলিশ ও সিআইডি তদন্ত করে। সবশেষ ২০১৬ সালের ৩০ জুন সিআইডির এসআই মুহাম্মদ নজরুল ইসলাম তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করেন।

সাক্ষ্য-জেরায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম সোমবার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মো. জুয়েল মিয়া (২৭) এবং তার বাবা জজ মিয়া, মা রহিমা খাতুন ও ছোট ভাই কাকন মিয়াসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা বাজিতপুর উপজেলার বড়মাইপাড়া হিলচিয়া গ্রামের বাসিন্দা।

এছাড়া রায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে।

রায় ঘোষণাকালে মৃতুদণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীনের ছেলে মাহবুব হাসান রঞ্জু (৩৫), মৃত চান্দু মিয়ার ছেলে জজ মিয়া (৫২) ও তার স্ত্রী রাহিমা খাতুন (৪৭) আদালতে উপস্থিত থাকলেও মৃত মজলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও জজ মিয়ার ছেলে কাকন মিয়া (২০) পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জানুয়ারি বিকালে বাজিতপুর উপজেলার বরমাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বাথরুম নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে আসামিরা মৃত আহম্মদ আলীর ছেলে ছিদ্দিক মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।

পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে ছিদ্দিক মিয়ার মৃত্যু হয়।

রুমন চক্রবর্তী/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়