ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দায়িত্ব নিলেন নতুন চসিক মেয়র রেজাউল করিম

রেজাউল করিম, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ১৫ ফেব্রুয়ারি ২০২১  
দায়িত্ব নিলেন নতুন চসিক মেয়র রেজাউল করিম

আগামী পাঁচ বছরের মধ্যে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বন্দরনগরী চট্টগ্রামকে বাংলাদেশের মধ্যে একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রামের নব নির্বাচিত সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

নতুন মেয়র বলেন, ‘এই শহর মেয়রের নয়। এই শহর আমার আপনার সকলের। এই শহর সকল শ্রেণি পেশার মানুষের শহর। মেয়রের যেমন দায়িত্ব আছে, তেমনি সকল নগরবাসীরও নগরের প্রতি দায়িত্ব রয়েছে। তাই সবার সাথে নিয়ে সম্মিলিতভাবে এই নগরকে গড়ে তুলতে চাই।’ 
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক সমাবেশের মাধ্যমে মেয়রের দায়িত্ব গ্রহণকালে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। 

দায়িত্ব গ্রহণের পর ১০০ দিনের অগ্রাধিকার কর্মসূচি প্রসঙ্গে মেয়র বলেন, ‘আগামী ১০০ দিনে শহরের মশা নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করা হবে। শহরের যেসব রাস্তাঘাটের দুরাবস্থা রয়েছে সেগুলো সংস্কার করে নগরবাসীর দুর্ভোগ লাগবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নগরীর অবৈধ খাল দখলকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মেয়র বলেন, ‘যারা নগরীর খাল-নালা দখল করে নিয়েছেন যে কোনো মূল্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। নগরীর খাল-নালা নর্দমা উদ্ধার করা না গেলে শহরের জলাবদ্ধতা দূর হবে না।’
সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

চসিকের বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

রেজাউল করিম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়