ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বগুড়ায় পাট গুদামে অভিযান, জরিমানা

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২১  
বগুড়ায় পাট গুদামে অভিযান, জরিমানা

বগুড়ায় অবৈধভা‌বে পাট মজুদের অভিযোগে এক গুদাম মা‌লি‌ককে ২০ হাজার টাকা জরিমানা ক‌রে‌ছেন ভ্রাম‌্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় বগুড়ার শিবগ‌ঞ্জের মোকামতলা বাজার এলাকার বজলুর রশিদের পা‌টের গুদা‌মে এক্সিকিউ‌টিভ ম্যাজিস্ট্রেট নাসিম রেজার নেতৃত্বে অভিযান প‌রিচালনা করা হয়। 

এ সময় পাট অধিদপ্তরের আঞ্চলিক সহকারী পরিচালক মোশাররফ হোসেন ও মুখ্য পরিদর্শক সোহেল রানা উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পুলিশ ও এপিবিএন সদস্য উপস্থিত ছিলেন।

পাট অধিদপ্ত‌রের মুখ্য পরিদর্শক সোহেল রানা জানান, পাট অধিদপ্তরের সর্বশেষ পরিপত্র ও পাট আইন ২০১৭ অনুযায়ী কেউ এক হাজার মণের বেশি পাট এক মাসের বেশি মজুত করতে পারবে না। শিবগঞ্জের এই গুদা‌মে তিন হাজার মণ পাট পাওয়া গে‌ছে। গুদা‌মে মত্তি ক‌রে বাজা‌রে কৃত্রিম সংকট তৈ‌রির চেষ্টা কর‌ছি‌লেন গুদাম মালিক। 

২০১৭ ও কৃষি বিপনন আইন, ২০১৮ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং তার গুদামে মজুত পাট ২৪ ঘণ্টার মধ্যে পাট অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে বিক্রি করতে নির্দেশ প্রদান ক‌রেছেন বিজ্ঞ ম‌্যা‌জি‌স্ট্রেট ম‌হোদয়।

এনাম আহ‌মেদ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়