ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কাজী আরেফ হত্যা: দণ্ড কার্যকরের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২১:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২১
কাজী আরেফ হত্যা: দণ্ড কার্যকরের দাবি

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফসহ পাঁচ জাসদ নেতাকে হত্যা দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার ও রায় কার্যকরের দাবি জানিয়েছেন স্থানীয় জাসদ নেতারা।

কাজী আরেফ স্মৃতি সংসদের আয়োজনে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংসদের সভাপতি গোলাম মহসিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

এ সময় নেতারা বলেন, মঙ্গলবার ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালীন উগ্রপন্থিদের গুলিতে শহীদ হন কাজী আরেফ আহমেদসহ কুষ্টিয়া জেলা জাসদের পাঁচ নেতা। কাজী আরেফ হত্যা বিচার পেতে আমাদের অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ দেড় দশক। তাদের আজও গ্রেপ্তার করা হয়নি এবং দণ্ড কার্যকর হয়নি। দণ্ডপ্রাপ্তরা বহাল তবিয়তে এখনো দাপিয়ে বেড়াচ্ছে। তারা মামলার সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ রয়েছে। 

এর আগে সকাল ১০টায় দৌলতপুর উপজেলার ফিলিপনগর পিএম কলেজ মাঠে শহীদ ইয়াকুব আলী ট্রাস্টের আয়োজনে কাজী আরেফসহ পাঁচ জাসদ নেতার মৃত্যুবাষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

 


 

কুষ্টিয়া/কাঞ্চন/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়