ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাতকানিয়ায় যাত্রা শুরু করলো নতুন ‘ওয়ালটন প্লাজা’ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০২১
সাতকানিয়ায় যাত্রা শুরু করলো নতুন ‘ওয়ালটন প্লাজা’ 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সদরে যাত্রা শুরু করলো দেশের ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স পণ্যের জায়ান্ট প্রতিষ্ঠান ওয়ালটন পণ্যের সুবিশাল শো-রুম ওয়ালটন প্লাজা সাতকানিয়া শাখা। 

শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে সব শ্রেণির মানুষের ঘরে ঘরে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের পণ্য পৌঁছে দিতে ওয়ালটনের নিজস্ব শো-রুম নতুন এই প্লাজা চালু করেছে ওয়ালটন কর্তৃপক্ষ। 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়া উপজেলা সদর সংলগ্ন এনাম ম্যানসনের দ্বিতীয়তলায় সুবিশাল ফ্লোর জুড়ে ওয়ালটন প্লাজার বর্ণাঢ্য উদ্বোধন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সাতকানিয়া প্লাজার উদ্বোধন করেন কক্সবাজার জোনের এরিয়া ম্যানেজার আরাফাত চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম পশ্চিম জোনের এরিয়া ম্যানেজার (ফার্স্ট সিনিয়র অ‌্যাসিস্টেন্ট ডিরেক্টর) এনায়েত হোসেন, ওয়ালটনের কর্পোরেট সেলস বিভাগের চট্টগ্রাম বিভাগীয় প্রধান ফাহাদ আহামদ, চট্টগ্রাম আগ্রাবাদ ওয়ালটন প্লাজার ব্যাবস্থাপক ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ শাহীন, সিটি গেইট প্লাজার ব্যাবস্থাপক মনির হোসেন, কক্সবাজার জোনের ক্রেডিট মনিটরিং কর্মকর্তা অনীল চন্দ্র বিশ্বাস, ওয়ালটন গ্রুপের নেভি গেইট প্লাজা ব্যবস্থাপক (ডেপুটি ডিরেক্টর) আবদুল মজিদ, লালখান বাজার প্লাজার ব্যবস্থাপক রাহাত খান সুমন;

চট্টগ্রাম সার্ভিস সেন্টার মনিটরিং ইলিয়াস আলী, ইপিজেড প্লাজার ব্যবস্থাপক মুহি উদ্দিন, ওয়ালটন কাটগড় প্লাজার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান খান, চকবাজার প্লাজার ব্যবস্থাপক জাকির হোসেন, জিইসি প্লাজার ব্যবস্থাপক নজরুল ইসলাম, ওয়ালটন পূর্ব জোনের ক্রেডিট মনিটরিং কর্মকর্তা আসিবুল হালিম, রাইজিংবিডি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান রেজাউল করিম;

চট্টগ্রাম বিভাগীয় আইটি মনিটরিং কর্মকর্তা মহিদুল আজম চৌধুরী, কক্সবাজার জোনের ল্যাপটপ মনিটরিং কর্মকর্তা হিমাংশু দেবনাথ, সাতকানিয়া প্লাজার ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন, চকরিয়া প্লাজার ব্যবস্থাপক মাজেদুর রহমান, ঈদগা প্লাজার ব্যবস্থাপক মোহাম্মদ জুয়েল, লোহাগাড়া প্লাজার ব্যবস্থাপক সুজন সাহা, দোহাজারী প্লাজার ব্যবস্থাপক বিপুল খান; 

কক্সবাজার প্লাজার ব্যবস্থাপক রুহুল আমীন, রামু প্লাজার ব্যবস্থাপক সাদেক উল্লাহ, পটিয়া প্লাজার ব্যবস্থাপক প্রান্ত দাশ, বোয়ালখালী প্লাজার ব্যবস্থাপক খালেদুল ইসলাম, আনোয়ারা প্লাজার ব্যবস্থাপক আমিনুল ইসলাম, পেকুয়া প্লাজার ব্যবস্থাপক দিপংকর সরকার। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওয়ালটন গ্রুপের কক্সবাজার জোনের এরিয়া ম্যানেজার আরাফাত চৌধূরী রাইজিংবিডিকে জানান, ওয়ালটন বর্তমানে বাংলাদেশের এক নম্বর ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনে বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য বিশেষ করে, ফ্রিজ, এলইডি টেলিভিশন, মোবাইল ফোন, এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, ওয়াশিং মেশিনসহ হোম এপ্লায়েন্স এবং ইলেক্ট্রিক এপ্লায়েন্স পণ্য সবশ্রেণির মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সাতকানিয়া উপজেলা সদরে ওয়ালটনের নিজস্ব শো-রুম প্লাজা সাতকানিয়া যাত্রা শুরু করেছে। 

নতুন এই প্লাজা থেকে স্থানীয় সবশ্রেণির মানুষ সহজ শর্তে, নুন্যতম ডাউন পেমেন্টে কিস্তিতে এবং নগদে ওয়ালটন পণ্য কিনতে পারবেন। এই প্লাজায় ওয়ালটনের এলইডি টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, এসি, হোম এপ্লায়েন্সসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে। বর্তমানে ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ঘণ্টায় ঘণ্টায় ফ্রিজ জিতে নেওয়ারও সুযোগ পাবেন।

সাতকানিয়ায় ওয়ালটনের নতুন প্লাজা চালু হওয়ায় এই অঞ্চলের সব শ্রেণির মানুষ নতুন সুবিধায় দেশীয় এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন পণ্য সহজে কেনার নতুন সুযোগ উন্মোচন হলো। 

বুধবার উদ্বোধনের পর থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে ওয়ালটন সাতকানিয়া প্লাজা। অসংখ্য ক্রেতা প্রথম দিনেই ফ্রিজ-টেলিভিশন কিস্তি সুবিধায় প্লাজা থেকে কিনে নিয়ে যান।

রেজাউল করিম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়