ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২ হরিণ শিকারী গ্রেপ্তার, ফাঁদ-নৌকা জব্দ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১০:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২১
২ হরিণ শিকারী গ্রেপ্তার, ফাঁদ-নৌকা জব্দ

বাগেরহাটের মোংলায় দুই হরিণ শিকারীকে গ্রেপ্তার করেছে বনবিভাগ।

এসময় তাদের কাছ থেকে হরিণের চারটি পা, আধা বস্তা ফাঁদ, দুইটি ছুরি ও একটি নৌকা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুত্তি চলছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো.এনামুল হক বিষয়টি জানিয়েছেন। 
গ্রেপ্তার জাহাঙ্গীর মোল্লা (৪০) মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে ও আবজাল শিকারীর ছেলে ফজলু শিকারী (৫০)।

সহকারী বন সংরক্ষক মো.এনামুল হক জানান, বুধবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার বৈদ্যমারী ফরেস্ট অফিস সংলগ্ন ইসহাকের চিলা এলাকায় অভিযান চালায় বনপ্রহরীরা। এসময় ওই এলাকায় আগে থেকে অবস্থান করা চোরা শিকারীরা অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে জবাই করা হরিণের মাংস নদীতে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুই চোরা শিকারীকে গ্রেপ্তার করলেও আরও পাঁচ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় অভিযানকারীরা গ্রেপ্তার দুই হরিণ শিকারীর কাছ থেকে জবাই করা হরিণের চারটি পা, আধা বস্তা হরিণ শিকারের ফাঁদ, দুইটি ছুরি, রক্ত মাখা পলিথিন ও একটি নৌকা জব্দ করে।

টুটুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়