ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

না ফেরার দেশে স্বামীর দেওয়া আগুনে দ্বগ্ধ মর্জিনা

কালিগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৮ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২১
না ফেরার দেশে স্বামীর দেওয়া আগুনে দ্বগ্ধ মর্জিনা

টানা ১১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেছেন স্বামীর দেওয়া আগুনে দ্বগ্ধ মর্জিনা বেগম (৪০)। 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ঘাতক স্বামী স্বাধীন আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আবু সিদ্দিক।

নিহত মর্জিনা টাঙ্গাইলের দেলদুয়ার থানার ইয়াসিন গ্রামের বাদশা মিয়ার মেয়ে এবং সিরাজগঞ্জের সদর উপজেলার জয়নগর এলাকার মৃত হরফ আলীর ছেলে স্বাধীন আলীর স্ত্রী।

জানা গেছে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন সেলিম নগর এলাকার মমতাজের ভাড়া বাসায় সপরিবারে থাকতেন স্বাধীন। দাম্পত্য কলহের জেরে গত ৭ ফেব্রুয়ারি দুপুরে স্ত্রী মর্জিনার পড়নের কাপড়ে আগুন দেন স্বাধীন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করেন। সেখানে টানা ১১ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।

থানার অফিসার ইনচার্জ মো. আবু সিদ্দিক জানান, এ ঘটনায় স্বাধীন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ । এ ব্যাপারে নিহতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

রফিক/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়