ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আগ্রাদ্বিগুণ বাজারের ‘মধু নানা’

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০২১  
আগ্রাদ্বিগুণ বাজারের ‘মধু নানা’

আগ্রাদ্বিগুণ বাজারটি নওগাঁর ধামইরহাট উপজেলায়। এই বাজারে দীর্ঘদিন ধরে ছোট্ট একটি ঘর নিয়ে মধু’র ব্যবসা করছেন খলিলুর রহমান (৬৩)। এলাকার মানুষের কাছে তিনি এখন ‘মধু নানা’ নামে পরিচিত।

‘মধু নানা’ শুধু মধু বিক্রেতাই নন, একজন মৌচাষিও তিনি। ৩ বছর ধরে তিনি মৌমাছি চাষ ও মধু সংগ্রহ করছেন। নিজের উৎপাদিত মধুই দোকানে এনে বিক্রি করছেন।  আর শতভাগ খাঁটি মধুর খোঁজে তার কাছেই ছুটে আসছেন মানুষ।

আগ্রাদ্বিগুণ ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামে ছোট-বড় বেশ কয়েকটি লিচুর বাগানও আছে তার।  এই বাগানকে ঘিরেও রয়েছে তার মৌচাষ প্রকল্প।

খলিলুর রহমান জানালেন, উপজেলা কৃষি অফিসের সহযোগিতা নিয়ে ১৯৯৭-৯৮ সালে মৌমাছি চাষ ও মধু সংগ্রহের উপরে প্রণোদনা প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি থেকে তাকে একটি মধু সংগ্রহকারী মেশিন ও একটি মৌ বাক্স দেওয়া হয়।  তারপর থেকেই তিনি এ পেশায় নেমে পড়েন। এখানকার মানুষের কাছে তিনি এখন মধু নানা।

স্থানীয় ব্যবসায়ী রুস্তম আলী বললেন, এ বয়সেও তিনি যেভাবে মধু সংগ্রহ করছেন এটি নিঃসন্দেহে প্রশংসার। তার এমন উদ্যোগ তরুণদের নিঃসন্দেহে অনুপ্রেরণা যোগাচ্ছে।

অরিন্দম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়