ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ছোট গাড়ির চাপ বেড়েছে পাটুরিয়ায়

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০২১  
ছোট গাড়ির চাপ বেড়েছে পাটুরিয়ায়

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে প্রাইভেটকার ও হায়েসের চাপ বেড়েছে। সকালের দিকে ছোট গাড়ির চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে শুরু করেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা গেছে, পাটুরিয়া ঘাটের ৫ নম্বর এলাকা থেকে আরসিএল মোড় পর্যন্ত দুই লেনে চারশো ছোট গাড়ি ফেরিতে উঠার অপেক্ষায় রয়েছে। দুপুর সাড়ে ১২টার পর থেকে ছোট গাড়ির চাপ বাড়তে শুরু করেছে।

যশোরগামী সুলাইমান খান বলেন, ‘পরিবার নিয়ে নিজের প্রাইভেটকার নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। সাড়ে ১২টার দিকে ৫ নম্বর ঘাটের ছোট গাড়ির লাইনে সিরিয়ালে পড়েছি। যে হারে গাড়ির চাপ বাড়ছে কখন যে ফেরিতে উঠতে পারবো বুঝতে পারছিনা।’

হায়েস চালক ইসমাইল হোসেন বলেন, ‘এ নৌরুটে গতকাল থেকে ট্রিপ বেড়েছে। তবে আরসিএল মোড় থেকে ১ ঘণ্টায় আধা কিলোমিটারও পার হতে পারেনি। ঠিক মতো যাত্রী পার করে আরও ট্রিপ দিবো ভেবেছি। কিন্তু এখন যে অবস্থা তাতে আর বাড়িত ট্রিপ দেওয়া সম্ভব না।’

নাজিয়া মমতাজ বলেন, ‘ঘাট এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি আগে পার করা হয়। তাই হায়েস ভাড়া নিয়ে গন্তব্যে যাচ্ছি। ছোট গাড়ির চাপ বাড়াতে এখনো ফেরিতে উঠতে পারেনি। ভোগান্তি এড়াতে গাড়ি ভাড়া করেও ভোগান্তি থেকে রেহাই পেলাম না।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি)  আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক ( বাণিজ্য)  মো. আব্দুস সালাম জানান, তিন দিনের ছুটি থাকায় ছোট গাড়ির চাপ বেড়েছে। আড়াইশো বা তিনশোর মতো ছোট গাড়ি ফেরিতে উঠার অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৬ ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

চন্দন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়