ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

৩ দিনের ছুটিতে চাপ বেড়েছে পাটুরিয়ায়

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:২৬, ১৯ ফেব্রুয়ারি ২০২১
৩ দিনের ছুটিতে চাপ বেড়েছে পাটুরিয়ায়

শুক্র ও শনিবারের সাধারণ ছুটির সঙ্গে যোগ হয়েছে ২১ ফেব্রুয়ারির ছুটি। টানা তিন দিন ছুটি পেয়ে বেশিরভাগ মানুষ ছুটছেন গ্রামের বাড়িতে। 

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। তিন দিনের এই ছুটির কারণে নীড়ে ফেরা মানুষদের বাড়তি চাপ পড়েছে পাটুরিয়া ঘাট এলাকায়। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস পারাপার করা হলেও সাধারণ পণ্যবাহী ট্রাক চালকরা পড়েছেন ভোগান্তিতে।

সাভারের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আকমল হোসেন বলেন, ‘গতকাল নাইট ডিউটি শেষ করে শুক্রবার সকালের বাসে গ্রামের বাড়িতে যাচ্ছি। তিন দিনের ছুটি পেয়েছি। সাধারণত এরকম ছুটি পাওয়া যায় না। তবে ঘাট এলাকায় গাড়ির খুব চাপ।’

চুয়াডাঙ্গাগামী যাত্রী তৌফিক হোসেন বলেন, ‘সবাই ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছেন। ফলে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ পড়েছে। গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্তি ধরে যাচ্ছে।’

ইমতিয়াজ আহমেদ নামের এক ব্যাংক কর্মকর্তা বলেন, ‘ভোগান্তি এড়াতে পরিবহন বাসে না গিয়ে প্রাইভেট কার ভাড়া করেছি। তারপরও ঘাট এলাকায় সিরিয়ালে আটকা পড়েছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট গাড়ির চাপও বেড়েছে।’ 

বেনাপোলগামী ট্রাক চালক রুস্তম মোল্লা বলেন, ‘ছুটি পেয়ে সবাই প্রিয়জনের কাছে ছুটছেন। আর আমরা ২৪ ঘণ্টা ধরে ঘাটে বসে আছি। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। একইসঙ্গে যদি অল্পস্বল্প ট্রাকও পারাপার করা হতো তাহলে আমরাও প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারতাম।’

বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ‘তিন দিনের ছুটি থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও পরিবহন বাস পারাপার করা হচ্ছে। এসব গাড়ির চাপ কমলে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে। এ নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে।’

চন্দন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়