ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০২১  
চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কাপ্তাই সড়কের ইছাখালী জেলে পাড়া এলাকায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এক ভাইয়ের মৃত্যু ঘটে। 

নিহতরা হলেন- মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ (২১) এবং মোহাম্মদ মামুন (২৪)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। 

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে দুই ভাই বাড়ি ফিরছিলেন। পথে কাপ্তাই সড়কের ইছাখালী জেলেপাড়া এলাকায় এলে একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাঈদ আবদুল্লাহর মৃত্যু হয়। গুরুরত আহত অবস্থায় মো. মামুনকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যার দিকে মামুনেরও মৃত্যু ঘটে।

নিহত আব্দুল্লাহ রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড হাজীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং মো. মামুন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে।

রেজাউল করিম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়