ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মাগুরায় দর্শনার্থী টানছে মুক্তিযুদ্ধ স্মৃতি চত্বর

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২০ ফেব্রুয়ারি ২০২১  
মাগুরায় দর্শনার্থী টানছে মুক্তিযুদ্ধ স্মৃতি চত্বর

প্রকৃতিতে এখন বসন্তের আমেজ। শীতের তীব্রতা কিছুটা কমলেও কুয়াশার চাদরে ঢেকে থাকে এখনো। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাহারি রঙের ফুলে সেজেছে মাগুরার মহম্মদপুর উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতি চত্বর।

গাছে গাছে এসেছে নতুন পাতা। কিচিরমিচির ডাক দিচ্ছে পাখি। রঙিন সব ফুলের আগমন যেন বসন্তের রং-রূপ ঢেলে দিয়েছে চত্বরটি।

তাইতো চত্ত্বরের প্রাকৃতিক শোভা টেনে আনছে উপজেলার বিভিন্ন বয়সী মানুষদের। প্রতিদিন দর্শনার্থীরা ফুলের সৌন্দর্য উপভোগ করার টানে বারবার ছুটে আসছেন এই চত্ত্বরে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চত্ত্বরের চারটি অংশ জুড়ে রয়েছে সবুজ ঘাসের গালিচা। প্রতি অংশের মাঝে ফুটেছে স্যালভিয়াসহ লাল রঙের নানান ফুল।

জিনিয়া, ডালিয়া, গাঁদা, জারাজিনিয়াসহ বাহারী ফুলের সমারোহ। ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছি, প্রজাপতি। এর সঙ্গে দৃষ্টি কাড়ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং পানির ফোয়ারা।

চত্ত্বরে ঘরতে আসা ইরানী নামের এক দর্শনার্থী বলেন, ‘মুক্তিযুদ্ধ স্মৃতি চত্ত্বরের ফুল যে কাউকেই বিমোহিত করবে। ছেলে মেয়ে নিয়ে এসেছি। ভীষণ ভালো লাগছে।’

দর্শনার্থী রহমত উল্লাহ বলেন, ‘উপজেলার মধ্যে এই জায়গাটি খুব ভালো লাগে। মাঝে মাঝে আসি। ছবিও তুলি।’

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, ‘চত্বরটি সাজাতে ব‌্যক্তিগতভাবে অর্থায়ন করেছি।  উপজেলা পরিষদ চেয়ারম্যানও অর্তায়নে এগিয়ে এসেছেন। জাতীয় পতাকার আদলে বিভিন্ন জাতের ফুল দিয়ে চত্বরটি সাজানো হয়েছে। এই চত্বরের সৌন্দর্য দেখতে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আসেন। তাদেরও ভালো লাগে। আমাদেরও ভালো লাগে।’

শাহীন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়