ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পাড়ায় পাড়ায় শহীদ মিনার

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ২০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২৩:০০, ২০ ফেব্রুয়ারি ২০২১
পাড়ায় পাড়ায় শহীদ মিনার

মহান একুশের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ‌্যোগ নিয়েছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ। কুড়িগ্রাম জেলা শহরে পাড়ায় পাড়ায় তৈরি করা হয়েছে অস্থায়ী শহীদ মিনার।

প্রচ্ছদ কুড়িগ্রামের কর্মীরা ১৫ দিন ধরে শহরের প্রতিটি পাড়া-মহল্লায় শিশু-কিশোরদের শহীদ মিনার নির্মাণে উদ্বুদ্ধ করেন। ২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে বাঁশ, গাছের ডাল, কলাগাছ, কাঠ, পুরনো কাগজ, মাটি, ইট, পাথর, বালি প্রভৃতি উপকরণ দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছে শিশু-কিশোররা।

প্রচ্ছদ কুড়িগ্রামের সংগঠক ইমতে আহসান শিলু বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে সারা দেশের মতো কুড়িগ্রামেও সাংস্কৃতিক কর্মকাণ্ড থমকে গিয়েছিল। এছাড়া, এবার শহীদ মিনারে বেশি জনসমাগমে নিষেধাজ্ঞা আছে। তাই শিশু-কিশোরদের শহীদ মিনার নির্মাণে উৎসাহ দিয়েছি।’

সংগঠনটির সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক বলেন, ‘শিশু-কিশোরদের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতে আমরা পৌর এলাকার পাড়া-মহল্লায় অস্থায়ী শহীদ মিনার নির্মাণে উৎসাহ দিতে এ উদ্যোগ নিয়েছি। আমাদের জানা মতে, বাংলাদেশে এ ধরনের আয়োজন এটাই প্রথম। এ আয়োজনের মধ‌্যে দিয়ে কোমলমতি শিশু-কিশোরদের মাঝে একুশের চেতনায় বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটবে, মুক্তিযুদ্ধের চেতনায় শিশুরা বেড়ে উঠবে। এ আয়োজনটি সকলের সহযোগিতায় প্রতি বছর অব্যাহত রাখার চেষ্টা করব। আমরা চাই, এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক।’

বাদশাহ্‌/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়