ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে সহিংসতায় আহত তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১১:৫৭, ২২ ফেব্রুয়ারি ২০২১
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে সহিংসতায় আহত তরুণের মৃত্যু

গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে মো. হাবিব (২০) নামের এই তরুণের মৃত্যু হয়। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

হাবিব চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকার আনোয়ার প্রকাশ লেদু মিয়ার ছেলে।

চমেক হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ওসি নাসির উদ্দিন সরকার জানান, গত ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন মোহাম্মদ হাবিব। আহত অবস্থায় ওই দিনই তাকে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি। 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়