ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অভয়নগরে মৎস্যজীবী লীগের আহ্বায়ক রিপন বিএনপিকর্মী?

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২১
অভয়নগরে মৎস্যজীবী লীগের আহ্বায়ক রিপন বিএনপিকর্মী?

এস এম রিপন

অভয়নগর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক এস এম রিপন বিএনপির কর্মী বলে অভিযোগ উঠেছে। তবে এটাকে অপপ্রচার বলে দাবি করেছেন এস এম রিপন।

গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ যশোর জেলা শাখার আহ্বায়ক মো. আবু তোহা ও সদস্য সচিব মো. সেলিম রেজা স্বাক্ষরিত অভয়নগর উপজেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। 

এস এম রিপন নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ধোপাদী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে। 

বিএনপি নেতা ও রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা জাতীয়তাবাদী শ্রমিকদলের সদস্য সচিব রফিকুজ্জামান টুলু বলেন, এস এম রিপন ওয়ার্ড বিএনপির কর্মী ছিলেন। তবে এ ব্যাপারে এস এম রিপন রাইজিংবিডিকে বলেন, ‘বর্তমানে আমার অনেক শত্রু। তারা আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছেন।’ 

অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেন, ‘যশোর জেলা মৎস্যজীবী লীগ আমার কাছে ভালো কমিটি চেয়েছিল। কমিটি তৈরির প্রক্রিয়া চলছে। দুঃখের বিষয় আমাকে না জানিয়ে বিএনপির নেতাকর্মীদের দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, যা সংগঠনের গঠনতন্ত্রপরিপন্থী।’ 

যশোর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. আবু তোহা বলেন, ‘এস এম রিপন বিএনপি করেন তা আমার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 

রিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়