ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাগুরায় বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট, আহত ৫

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১  
মাগুরায় বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট, আহত ৫

মাগুরার মহম্মদপুর উপজেলায় বাড়ি- ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে হামলাকারিরা নারীদের মারধর করা হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মৌশা মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) তারক বিশ্বাস।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আকবর হোসেন মোল্যা জানান,গ্রাম্য বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে আজ দুপুরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির তিনটি বসত ঘরে  হামলা চালায়। এসময় হামলাকারীরা  বসতঘরের পর গৃহস্থালির মালপত্র লুট করে নিয়ে যায় এবং মালপত্র ভাঙচুর করে উঠানে ছুড়ে ফেলে। এছাড়া, পরিবারের নারী সদস্যদের মারপিট করেন। এসময় তারা ৪টি গরু, ২ টি ছাগল, সেচের বৈদুতিক মোটর, টেলিভিশন, ১০ মণ ধান,১২ মণ পাট, নগদ  টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

ওসি তারক বিশ্বাস জানান, হামলায় দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। গুরুতর দুই নারী কহিনুর বেগম (৪০) ও তার মেয়ে রিমা খাতুনকে (১৩) প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেন। তবে হামলার ঘটনায় মামলা হয়নি।

শাহীন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়