ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মূল্যবিহীন প্যাকেটজাত বীজ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২১  
মূল্যবিহীন প্যাকেটজাত বীজ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জে মূল্যবিহীন প্যাকেটজাত বীজ বিক্রির দায়ে মেসার্স হীরা ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

সহকারী পরিচালক শামীম হাসান জানান, জেলা শহরের বড় বাজারে অভিযান চালানো হয়। এসময় মূল্যবিহীন প্যাকেটজাত বীজ বিক্রি কারার দায়ে মেসার্স হীরা ট্রেডার্সকে মোড়কজাত বিধি লঙ্ঘন করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু ও গোপালগঞ্জ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাদল সাহা/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়