ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আরিচা নদী বন্দরে বিআইডব্লিউটিএ এর উচ্ছেদ অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২১  
আরিচা নদী বন্দরে বিআইডব্লিউটিএ এর উচ্ছেদ অভিযান

মানিকগঞ্জে শিবালয় উপজেলার আরিচা নদী বন্দর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটি এর আরিচা কার্যালয়। 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদী বন্দরের পুরাতন এক, দুই, তিন ও চার নং ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী বিআইডব্লিউটিএ এর আরিচা কার্যালয়ের পোর্ট অফিসার মাসুদ পারভেজ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরিচা নদী বন্দর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত তিন দিন আগে এসব অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়। নোটিশের পরও এসকল স্থাপনা সরিয়ে না নেওয়ায় ভেকু দিয়ে তা উচ্ছেদ করা হয়েছে। 

এ সময় বিআউডব্লিউটিএ এর আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (হিসাব) মনছুরুল হক, সহকারী সমন্বয়ক বেলায়েত হোসেন, উপ-প্রকৌশলী মকবুল হোসেনসহ শিবালয় থানার পুলিশ সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

চন্দন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়