Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১১ এপ্রিল ২০২১ ||  চৈত্র ২৮ ১৪২৭ ||  ২৭ শা'বান ১৪৪২

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১১:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০২১
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আট জন নিহত হয়েছেন। এতে অন্তত অর্ধশত আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস পরিবহনের বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে ছয় জন মারা যান। হাসপাতালে শিশুসহ দুইজনের মৃত্যু হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যা তাহের বলেন, নিহত আটজনের মধ্যে দুই বাসের দুইজন চালক ও দুইজন হেলপার রয়েছেন। আহত অর্ধশত যাত্রীর মধ্যে গুরুতর ১৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সিলেটের ভারপ্রাপ্ত উপপরিচালক (ডিডি) মো. কুবাদ আলী সরকার জানান, আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

আল আমিন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়