Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৮ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৫ ১৪২৮ ||  ০৪ রমজান ১৪৪২

ভারত থেকে এলো ২৭৩৬ মে. টন চিটাগুড়

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১  
ভারত থেকে এলো ২৭৩৬ মে. টন চিটাগুড়

ভারত থেকে রেলযোগে দিনাজপুরের হিলি স্থলবন্দরে এলো ২৭৩৬ মে. টন চিটাগুড়।  গুড় বহনকারী ওয়াগনগুলো হিলিতে সকালে এসে পৌঁছায়।  

দেশে অর্ধেক চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে দেশের চাহিদা পূরণে এই গুড় আমদানি করা হচ্ছে বলে চিটাগুড়ের আমদানিকারকরা জানিয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চিটাগুড় আমদানিকারক জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি মেসার্স আনারুল হক বলেন, ‘বর্তমান দেশের অধিকাংশ চিনিকল বন্ধ হয়ে গেছে। ফলে ভারত থেকে চিটাগুড় আমদানি করতে হচ্ছে।  অথচ আমরাই আগে ভারতে চিটাগুড় রপ্তানি করতাম।’

হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বলেন, ৫০টি বিটিপিএনে (তেল ওয়াগন) এসব চিটাগুড় আনা হয়েছে।  যা থেকে সরকার ভাড়া বাবদ ১৯ লাখ ২ হাজার ২৫০ টাকা পেয়েছে ।

মোসলেম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়