ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সড়ক পাকা করার দাবিতে ৫ কিলোমিটার জুড়ে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২৬ ফেব্রুয়ারি ২০২১  
সড়ক পাকা করার দাবিতে ৫ কিলোমিটার জুড়ে মানববন্ধন

কুড়িগ্রাম শহর সংলগ্ন ধরলা সেতু থেকে চান্দের খামার ডিসির মোড় পর্যন্ত ৫ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে ঘোগাদহ ইউনিয়নের কাচিচরসহ পার্শ্ববর্তী গ্রামগুলোর বাসিন্দারা অংশ নেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধরলা সেতুর পূর্ব প্রান্তে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে কয়েক হাজার মানুষ ব্যানার, ফেস্টুন নিয়ে ৫ কিলোমিটার জুড়ে মানববন্ধন করেন।

পরে তারা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি), ইউএনও এবং কুড়িগ্রাম প্রেসক্লাবে স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তব‌্য রাখেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মালেক, স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন, ববিতা সিদ্দিকা, সাইদ হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, ধরলা সেতু থেকে ঘোগাদহ ইউনিয়নের চান্দের খামার পর্যন্ত ৫ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২০ হাজার মানুষ বাস করেন। এলাকার একমাত্র সড়কটি সংস্কার না করায় ব‌্যাপক ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী।

বাদশাহ্/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়