ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কারাগারে লেখক মুশতাকের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২১  
কারাগারে লেখক মুশতাকের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের দাবি

কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড উল্লেখ করে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।


বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতি-লুটপাটের সমালোচনা করে লেখার অপরাধে মুশতাক আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছিল।  অথচ খুনের আসামি, দুর্নীতিবাজ, কুখ্যাত অর্থপাচারকারী, আমলা, ব্যবসায়ী, শাসক দলের নেতারা যাবজ্জীবন ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত হওয়ার পরেও বেরিয়ে আসছেন।

মুশতাকের মৃত্যুর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন খালেকুজ্জামান। একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান তিনি।

ঢাকা/মামুন/এনই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়