ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পঞ্চগড়ে স্কুল থেকে ১১ ল্যাপটপ চুরি

পঞ্চগড় সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১  
পঞ্চগড়ে স্কুল থেকে ১১ ল্যাপটপ চুরি

পঞ্চগড়ের সদর উপজেলার শেখেরহাট উচ্চ বিদ্যালয় থেকে ১১টি ল্যাপটপ চুরি হয়ে গেছে।  

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ওই স্কুলের ডিজিটাল ল্যাব থেকে চুরি হয়। চুরি হওয়া ল্যাপটপের মূল্য সাড়ে ৮ লাখ টাকা বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

চুরির খবর পেয়ে শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন।

স্কুলের শিক্ষকরা জানান, চোর দরজার তালা না ভেঙে তালার ওপরের পাতি কেটে ল্যাব কক্ষে প্রবেশ করে। পরে একটি রাউটারসহ ১১টি ল্যাপটপ নিয়ে পালিয়ে গেছে তারা।

ঘটনার ১৫ ঘণ্টা পার হলেও থানায় অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, প্রধান শিক্ষক ও নৈশপ্রহরী এর দায় এড়াতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। 

নাঈম/বকুল  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়