ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পঞ্চগড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬

পঞ্চগড় সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১  
পঞ্চগড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন দোকানে এই দুর্ঘটনা ঘটে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে দোকানঘর ভাড়া নিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাণীশংকৈল উপজেলার কয়েকজন বেলুনে গ্যাস ভরে বিভিন্ন বাজারে বিক্রি করতেন। দুপুরে গ্যাস ভরার সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

আহতরা হলেন, রাণীশৈংকল উপজেলার ইউনুস (৩০), সাব্বির (১৮), হাফিজ (৩৫), কবিরুল (৩০) ও পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ফয়সাল (১৬)।

আহতদের মধ্যে ইউনুস আলীর ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর শরীর আগুনে পুড়ে গেছে। সাব্বিরের ডান চোখে এবং হাফিজের বাম চোখে আঘাত লেগেছে। বেলুনে গ্যাস ভরা দেখতে আসা কিশোর ফয়সালের কোমর ও পায়ের অরুতে জখম হয়েছে।  

গুরুতর আহতের উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া।

নাঈম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়