ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাদারীপুরে পৌরসভা নির্বাচন ঘিরে টহল জোরদার

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২১
মাদারীপুরে পৌরসভা নির্বাচন ঘিরে টহল জোরদার

পঞ্চম ধাপে মাদারীপুর পৌরসভা ও শিবচর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

আগামীকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে নির্বাচন। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জামি। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর টহলও জোরদার হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নজরদারী।

মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ২১টি ভোট কেন্দ্রের জন্যে ১৫০টি বুথের জন্যে ২২৫টি ইভিএম সেট নেওয়া হয়েছে। শিবচর পৌরসভার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএমে। 

প্রতিটি কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতে এক জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রতিটি ঝুকিপূর্ণ কেন্দ্রে ১০ জন পুলিশ, সাধারণ কেন্দ্রের জন্যে ৯ জন পুলিশ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্যে আনসার সদস্য ১২ জন, সাধারণ কেন্দ্রের জন্য আনছার সদস্য ১০ জন, বিজিপি তিন প্লাটুন, র‌্যাবের তিনটি টিম, স্টাকিং ফোর্সসহ তিন স্তুরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান জানান, মাদারীপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৫১ হাজার ৪৭৮ জন। ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে মেয়র পদে চার জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন এবং কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পাশাপাশি রয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী। এছাড়া শিবচর পৌরসভায় মেয়র নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আওলাদ হোসেন খান একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিন্দ্বন্দিতায় নির্বাচিত হন। কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

শিবচর পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ৯৭৮ জন। এবং কাউন্সিলর প্রার্থী ৩১ জন সংরক্ষিত কাউন্সিলর ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্টাকিং ফোর্সসহ তিন স্তুরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

বেলাল রিজভী/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়