ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিলেটে ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
সিলেটে ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে

সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সিএনজি অটোরিকশার চালক নোমান হাছনুরকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের তাকে হাজির সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। শুনানি শেষে বিচারক আব্দুল মোমেন চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি এসএম আবু ফরহাদ জানান, গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন আসামি নোমান হাছনুর। তবে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠান।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি নগরের বন্দর বাজারের কালেক্টর জামে মসজিদের সামনে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে হামলার শিকার হন অগ্রণী ব্যাংকের হরিপুর গ্যাস ফিল্ড শাখার কর্মকর্তা মওদুদ আহমেদ।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে সিএনজি অটোরিকশা চালক নোমান হাছনুরকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

নিহত মওদুদের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুরের টেংগুরিপাড়া গ্রামে। তিনি নগরের রাজারগলি এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

নোমান/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ