ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, চালকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৮, ১ মার্চ ২০২১   আপডেট: ১০:৫৪, ১ মার্চ ২০২১
ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, চালকের মৃত্যু

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় ফেরিতে উঠতে গিয়ে যশোরগামী একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের হেল্পার আলমগীর সাঁতরে পাড়ে উঠতে পারলেও ট্রাকের চালক রাজু (৩০) ট্রাকের সাথে ডুবে গেছেন। প্রাথমিকভাবে ট্রাকের চালক মারা গেছেন বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। 

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে পাটুরিয়া ৩ নং ফেরি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করে শিবালয় আরিচা কাম স্থলবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মুজিবর রহমান বলেন, রাত ১০ টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম পাটুরিয়া ঘাট পৌঁছায়। ট্রাকটি নৌরুট পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়। ডুবন্ত ট্রাকে একজনকে সনাক্ত করা গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। 

বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ট্রাকটি ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

এ নৌরুটে ১৪টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে।

চন্দন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়