ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নিহত কাউন্সিলর তরিকুলের ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হলেন তার স্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ১ মার্চ ২০২১  
নিহত কাউন্সিলর তরিকুলের ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হলেন তার স্ত্রী

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান নিহত হওয়ার পরে পুনঃনির্বাচনে স্ত্রী মোছা. হাসিনা খাতুন নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে হাসিনা খাতুন ডালিম প্রতীকে ৫৫০৪ ভোট পেয়ে কাউন্সিলর পদে জয়ী হন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) এই পুনঃনির্বাচনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী পলাতক শাহাদাৎ হোসেন বুদ্দিন উট পাখি প্রতীকে পেয়েছেন ১৩ ভোট। অন্য প্রতিদ্বন্দ্বিরা পেয়েছেন এস এম তারেক রহমান পাঞ্জাবি প্রতীকে ২ ভোট, এস এম শাহাদাৎ হোসেন পানির বোতল প্রতীকে ৩ ভোট, রাশিদুল হাসান (ফসি) ব্লাকবোর্ড প্রতীকে ৪ ভোট  ও সাইফুল ইসলাম ব্রিজ প্রতীকে ৩ ভোট। 

উপ নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৫৪৭ এবং নষ্ট হয়েছে ১৮ভোট।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজার রহমান বলেন, পুনঃনির্বাচনে নিহত তরিকুল ইসলাম খানের স্ত্রী মোছা. হাসিনা খাতুন ৫৫০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অদিত্য রাসেল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়