ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নাটোর-রাজশাহী বাস চলাচল দ্বিতীয় দিনের মত বন্ধ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২ মার্চ ২০২১  
নাটোর-রাজশাহী বাস চলাচল দ্বিতীয় দিনের মত বন্ধ

পূর্ব ঘোষণা ছাড়াই নাটোর থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১ মার্চ) দুপুর ২টা পর্যন্ত কিছু বাস চলাচল করলেও এরপর থেকেই বন্ধ হয়ে যায়। মঙ্গলবারও (২ মার্চ) বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা মহা দুর্ভোগে পড়েছেন। তবে ঢাকা ও রাজশাহী সড়ক বাদে অন্য জেলার ও জেলার অভ্যন্তরীণ সড়কে বাস চলছে।

এদিকে নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর বাস চলাচল স্বাভাবিক রয়েছে দাবি করেছেন। 

তিনি বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী কিছু বাস নাটোরে না আসায় ঢাকাগামী বাসের স্বল্পতা দেখা দিয়েছে। সমিতির পক্ষ থেকে বাস চলাচলের কোন ধরনের বন্ধের নির্দেশ দেওয়া হয়নি।

এ ব্যাপারে সৌদিয়া কোচ কাউন্টার মাস্টার বলেন, রাজশাহীতে বিএনপি’র মহাসমাবেশের জন্য রাজশাহী থেকে কোন দুরপাল্লার যাত্রীবাহী বাস নাটোর আসছে না। আবার ঢাকা থেকে আসা কোন দুরপাল্লার যাত্রীবাহী বাস রাজশাহীতে যেতে দেওয়া হচ্ছে না।

এদিকে রাজশাহীতে বিএনপি’র মহাসমাবেশ আজ। জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করেন- পরিবহন শ্রমিক, মালিক যার কথাই বলা হোক না কেন প্রকৃতপক্ষে সরকার এই মহাসমাবেশকে পন্ড করতে ষড়যন্ত্রমূলকভাবে রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।  এ ধরণের গণ বিরোধী কাজ করে বিএনপি’র মহাসমাবেশ বন্ধ করা যাবে না। আগের মতোই এ সমাবেশ সফল হবে।

আরিফুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়