ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে মুহুরীখালে ডুবলো পাথরবোঝাই বাল্কহেড, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২ মার্চ ২০২১   আপডেট: ১৮:২৮, ২ মার্চ ২০২১
চট্টগ্রামে মুহুরীখালে ডুবলো পাথরবোঝাই বাল্কহেড, নিখোঁজ ২

চট্টগ্রামের পটিয়া উপজেলার মুহুরী খালে ৭শ’ টন পাথর নিয়ে একটি বাল্কহেড ডুবে গেছে। 

মঙ্গলবার (২ মার্চ) সকালের দিকে মুহুরীখালের কালারপুল সেতুর একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে বাল্কহেডটি ডুবে যায়। এতে নৌযানটিতে থাকা শ্রমিকদের মধ্যে দু’জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর কর্মকর্তা বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে পাথরবোঝাই একটি বড় বাল্কহেড ডুবে গেছে। এই নৌযানে ২৪ জন শ্রমিক এবং ৫ জন নৌযানকর্মী ছিলেন। তাদের ২৭ জন তীরে উঠতে সক্ষম হলেও দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুসন্ধান চালাচ্ছে।

চট্টগ্রাম/রেজাউল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়