ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ২ মার্চ ২০২১  
আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ

সাভারে আশুলিয়ার ভাদাইল এলাকায় দুই পক্ষে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে, ঝুট ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ নেতা ও স্থানীয় মেম্বারের মধ্যে সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০টার দিকে ভাদাইল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ করে ১৫-১৬টা মোটরসাইকেল এলাকায় প্রবেশ করে। এসময় স্থানীয় মেম্বারের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজও শোনা যায়। দুইটি মোটরসাইকেলের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। কুপিয়ে আহত করা হয় কয়েকজনকে। পরে পুলিশ এসে মোটরসাইকেল গুলো পিকআপে তুলে নিয়ে যায়।

তারা জানায়, আশুলিয়া থানা যুবলীগের কবির হোসেন সরকার ও স্থানীয় ইউপি সদস্য সাদেক ভূইয়ার লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, ঝুট ব্যবসা নিয়ে যুবলীগ নেতা ও স্থানীয় মেম্বারের মধ্যে সংঘর্ষ হয়েছে। হতাহত হয়েছে কিনা আমি জানি না, খোঁজ নিচ্ছি। গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে কিনা, তাও জানা নেই। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে।

আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবীর সরকার বলেন, ফ্যাক্টরির বৈধ ব্যবসায়ী আমি। আমার লোকজন ভাদাইল দিয়ে রপ্তানি এলাকায় যাচ্ছিলো। তখন ওদের লোকজন হামলা চালায়। এতে দুইজন আহত হয়। তাদেরকে নারী ও শিশু কেন্দ্রে নেওয়া হয়েছে।

সাব্বির/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়