ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানের ফ্যাক্টরিতে কারেন্ট জাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ৪ মার্চ ২০২১  
মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানের ফ্যাক্টরিতে কারেন্ট জাল

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে পঞ্চসার ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের ফ্যাক্টরি থেকে ১ কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এসময় কারখানার ৫ জন শ্রমিকের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমের নেতৃত্বে র‍্যাব-১১ এর সদস্যরা বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সাওবান ফাইবার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড নামের জালের কারখানায় এ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, মুক্তারপুর এলাকার জালের কারখানাটিতে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। র‍্যাবের হিসাবে এর বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা। এসময় ৫ জন শ্রমিককেও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়।

জব্দকৃত কারেন্ট জাল শিগগির অনুকূল পরিবেশ ও দিনক্ষণ ঠিক করে পুড়িয়ে বিনষ্ট করা হবে বলে জানান তিনি।

রতন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়