ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিবচরে রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ৪ মার্চ ২০২১  
শিবচরে রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে প্রায় দশ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে শিবচর উপজেলায় ইলিয়াছ আহম্মেদ চৌধুরী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। 

ড. রহিমা খাতুন বলেন, ‘প্রকৃত ক্ষতিগ্রস্তরা দালাল চক্রের কবলে পড়ে যেন বিপদে না পড়ে। কোনও প্রকার ভুয়া ক্ষমতাপত্র দিয়ে ক্ষতিপূরণের টাকা কেউ যেন উত্তোলন করতে না পারে সেদিকে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোনও প্রকার হয়রানি ছাড়া যেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা চেক পান সে লক্ষ‌্যে আমরা প্রয়োজনে ক্ষতিগ্রস্থদের এলাকায় গিয়ে চেক প্রদান করব।’

এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সানজিদা ইয়াসমিন, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ মোল্লা, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রথম রঞ্জন ঘটক, পাঁচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ দেলোয়ার হোসেন হাওলাদারসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।

বেলাল রিজভী/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়