ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রিকশাচালককে পেটানোর ঘটনায় যুবক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ৫ মার্চ ২০২১  
রিকশাচালককে পেটানোর ঘটনায় যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক অসহায় রিকশাচালককে পেটানোর দায়ে মানিক মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে জুড়ী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মানিক উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের আলফাজ আলীর ছেলে।

ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, রিকশাচালক সফিককে বিদেশে নেওয়ার কথা বলে রোজিনা বেগম নামের এক নারী দুই লাখ টাকা নেন। টাকা নেওয়ার পর বিভিন্ন তাল-বাহানা দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি। টাকার জন্য চাপ দেওয়ায় গত ১৬ ফেব্রুয়ারি রাতে রোজিনা বেগমের চাচাতো ভাই মানিক ও তার ভাই আলমগীর রিকশাচালক সফিককে ঘর থেকে জোরপূর্বকভাবে ধরে নিয়ে কন্টিনালা এলাকায় এলোপাতাড়ি মারধর করে। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সফিককে মারধর করার পাশাপাশি তার মা ও স্ত্রীর ওপর হামলা করে দুটি মোবাইল ফোন নিয়ে যায় তারা।

পরে এ ঘটনায় সফিক বৃহস্পতিবার (৪ মার্চ) জুড়ী থানায় তিনজনকে আসামি করে এক মামলা (মামলা নং-০২)  করে। মামলার প্রেক্ষিতে পুলিশ প্রধান আসামি মানিককে গ্রেপ্তার করে।

সাইফুল্লাহ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়