ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাঙামাটিতে দুদকের ৪৩টি মামলা বিচারাধীন 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ৫ মার্চ ২০২১   আপডেট: ১০:২৬, ৫ মার্চ ২০২১
রাঙামাটিতে দুদকের ৪৩টি মামলা বিচারাধীন 

পার্বত্য জেলা রাঙামাটিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৪৩টি মামলা বিচারাধীন আছে। আদালতে মামলাজটের কারণে বিচারকাজে বিলম্ব হচ্ছে। 

দুদকের রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাসির উদ্দিন আহমেদ জানান, রাঙামাটিতে দুদকের দায়ের করা ৪৩টি মামলা বিচারাধীন আছে। এর মধ্যে রাঙামাটি জজ কোর্টে ২৫টি, চট্টগ্রামে ১৬টি ও খাগড়াছড়িতে ২টি মামলা বিচারাধীন। এসবের মধ্যে বেশিরভাগই সরকারি অর্থ আত্মসাৎ ও নথিপত্র জালিয়াতির মামলা। 

তিনি আরও জানান, দুদকের মামলায় যারা গ্রেপ্তার হয়েছিলেন, তারা বর্তমানে জামিনে আছেন।

রাঙামাটিতে দুদকের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ‌্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, ‘রাঙামাটিতে দুদকের মামলাগুলোর বিচারকাজ চলছে। দু-একটি মামলা নিষ্পত্তির পথে। রাঙামাটির আদালতে প্রায় সাড়ে ৭ হাজার মামলা আছে। কিন্তু বিচারক আছেন দুজন। তাই মামলাগুলো নিষ্পত্তি করতে সময় লাগছে।’
 

বিজয়/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়