ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ফেনীতে বিস্ফোরণ: বিশেষজ্ঞ দলের ঘটনাস্থল পরির্দশন 

ফেনী সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ৬ মার্চ ২০২১   আপডেট: ১৪:০৯, ৬ মার্চ ২০২১
ফেনীতে বিস্ফোরণ: বিশেষজ্ঞ দলের ঘটনাস্থল পরির্দশন 

ফেনীর এক বাসায় বিস্ফোরণের পর লাগা আগুনে মা-মেয়েসহ তিনজন গুরুতর দগ্ধের ঘটনা উদঘাটনের জন‌্য বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরির্দশন করছেন।

শনিবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী।

পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান,  ঢাকার ডিএমপি থেকে চার সদস্যের বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরির্দশন করছেন। মোদাসের কায়সারের নেতৃত্বে চার সদস্যের বোমা নিষ্ক্রিয় দল বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এ ব‌্যাপারে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ‌্য, শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুল সংলগ্ন শফিক ম্যানশনে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক‌্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

সৌরভ/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়