ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লালমনিরহাটে ৪৬টি সাপসহ ২ জন আটক

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ৬ মার্চ ২০২১  
লালমনিরহাটে ৪৬টি সাপসহ ২ জন আটক

লালমনিরহাটের পাটগ্রামে ভারত থেকে ৪৬টি বিষধর সাপ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম রাইজিংবিডিকে জানান, সাপসহ দুইজনের আটকের বিষয়ে বিজিবি একটি মামলা করেছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মামলাটি রেকর্ড করা হয়। আদালতের নির্দেশে সাপগুলো জেলা প্রাণিসম্পদ বিভাগে দেওয়া হয়েছে।

থানা পুলিশ সুত্র জানিয়েছে, পাটগ্রাম উপজেলার দহগ্রামের তিনবিঘা করিডোর সীমান্তের ৭নং মেইন পিলার ও ৩১নং সাবপিলারের পাশ থেকে শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় তাদের আটক করা হয়। 

সীমান্ত দিয়ে ভারত থেকে ৪টি কাঠের বাক্সে বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে  হামিদুল ইসলাম (২১) ও রাকিব (২৫) বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের  সময় বিজিবি তাদের আটক করে। তাদের কাছ থেকে ৪৬টি সাপ, আংটির ১৪০টি পাথর ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

হামিদুল ইসলাম ঢাকা সাভারের পোড়াবাড়ী এলাকার অপিকুল ইসলামের এবং রাকিব একই এলাকার সাত্তার মিয়ার ছেলে বলে পুলিশ জানায়। 

সাপগুলো তাদের হেফাজতে রয়েছে বলে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম। 
 

ফারুক/বকুল  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়