ফেব্রুয়ারিতে হিলি বন্দরে চালের রাজস্ব আদায় ২৫ কোটি টাকা
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফেব্রুয়ারি মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে চাল আমদানি হয়েছে ৪৫ হাজার ৫০০ মেট্রিকটন। সরকার তা থেকে রাজস্ব পেয়েছে ২৫ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।
রোববার (৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম।
ডেপুটি কমিশনার রাইজিংবিডিকে জানান, সরকার দেশের চাহিদা এবং চলের মূল্য স্বাভাবিক রাখতে আবারও নতুন করে দেশের ৫৭ জন ব্যবসায়ীকে চাল আমদানির অনুমতি দিয়েছে। এর মধ্যে হিলির ১০ জন ব্যবসায়ী চাল আমদানির অনুমতি পেয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
মোসলেম/বুলাকী