Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২১ জুন ২০২১ ||  আষাঢ় ৭ ১৪২৮ ||  ০৯ জিলক্বদ ১৪৪২

সিলেটে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সিলেট: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৭ মার্চ ২০২১  
সিলেটে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

সিলেটে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। 

এ উপলক্ষে রোববার (৭ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শুরুতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। এরপর সিলেট জেলা প্রশাসন, সিলেট রেঞ্জ ডিআইজি, র‌্যাব-৯, এসএমপি, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

এরপর সকাল ১১টার দিকে র‌্যালি করে সেখানে এসে জড়ো হন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। 

এরপর দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে।

এদিকে, সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। 

অন্যদিকে, ৭ মার্চ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং র‌্যাব-৯ এর পক্ষ থেকেও পৃথক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

নোমান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়