Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০২ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৮ ১৪২৮ ||  ২৫ রবিউস সানি ১৪৪৩

আ.লীগ নেতাকে গুলি করে হত্যা, ছেলে আহত 

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ৭ মার্চ ২০২১   আপডেট: ০০:২৯, ৮ মার্চ ২০২১
আ.লীগ নেতাকে গুলি করে হত্যা, ছেলে আহত 

যশোরের অভয়নগর উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর আলী শেখ (৫০)। এতে আহত হয়েছেন তার ছেলে ইব্রাহিম শেখ (১৬)। 

রোববার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বাবুরহাট গ্রামে এই ঘটনা ঘটে।

অভয়নগর থানার পরিদর্শক মিলনকুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, নূর আলী শেখ ও তার ছেলে রাত ৮টার দিকে বাবুরহাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলি নূর আলীর মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলে মারা যান। তার ছেলের পাযে গুলি লেগেছে। গুরুতর অবস্থায় তাকে খুলনার ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।  

রিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়