ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চার জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ৮ মার্চ ২০২১  
চার জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মানববন্ধন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬শ ৫০জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্রুত যোগদান করানোর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সুপারিশপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমন্বয় কমিটির এ কর্মসূচীতে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের চার জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অংশ নেন।

সোমবার (৮ মার্চ) সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের ওপর ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীরা যোগদানের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ সময় বক্তব্য রাখেন মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব ইমাম হাসান রনি, মেহেদী হাসান, রনি হালদার, সাইফুল ইসলাম, মো. শাহপরাণ, ইমরুল ইমন, সোহাগ মিয়া ও নাজমুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির ৩ বছর ও তালিকা প্রকাশের ১ বছর পার হলেও ১ হাজার ৬শ ৫০ জন নির্বাচিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা যোগদান করতে পারেননি। এতে এসব কর্মকর্তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আগামী ৭ দিনের মধ্যে এসব কর্মকর্তাদের যোগদানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বাদল সাহা/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়