ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাব রেজিস্ট্রি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ৮ মার্চ ২০২১  
সাব রেজিস্ট্রি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর ধামইরহাট উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দলিল লেখক সমিতির সীমাহীন দুর্নীতি, অনিয়ম, অবৈধ অর্থ আদায় ও লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার ৮ (মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে ভূমি রেজিস্ট্রেশনের যাবতীয় খরচের টাকা দলিল লেখক সমিতির মাধ্যমে আদায় করা হয়। কিন্তু সম্প্রতি সমিতির হাতে উপজেলার জমির দাতা ও গ্রহীতারা জিম্মি হয়ে গেছে। সাধারণ দলিল লেখকরা সমিতির সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো ভূমি রেজিস্ট্রেশন করতে পারন না। রেজিস্ট্রি অফিসকে জিম্মি করে সরকারি নির্ধারিত ফির বাদে ৩০-৪০ শতাংশ অতিরিক্ত টাকা আদায় করছে সমিতি। আদায় করা টাকা প্রতিদিন সন্ধ্যায় ভাগ করা হয় সমিতির সকল সদস্যের মাঝে এবং স্থানীয় প্রশাসনসহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পান এর একটি অংশ। 

মানবববন্ধনে বক্তারা এই দীর্ঘ দিনের হয়রানি ও দুর্নীতির হাত থেকে রক্ষা পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন— ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান কামরুজ্জামান, ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালেক প্রমুখ।

সাজু/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়