ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

রংপুরে গ্রামাঞ্চলের নারীরা এখনও পিছিয়ে

আমিরুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৮ মার্চ ২০২১   আপডেট: ১৬:৪৭, ৮ মার্চ ২০২১
রংপুরে গ্রামাঞ্চলের নারীরা এখনও পিছিয়ে

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশব‌্যাপী নারীরাও এগিয়ে যাচ্ছেন। তবে রংপুরের গ্রামাঞ্চলের নারীরা ইখেনও পিছিয়ে রয়েছেন দেশের অন‌্যান‌্য জেলার তুলনায়। 

শহরের তুলনায় গ্রাম, চরাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকার নারীরা বেশি পিছিয়ে। অনেকেই জানেন না নারী দিবস কী? নারী অধিকার কী?

নারী শিক্ষার নিষিদ্ধ যুগে শিক্ষার আলো জ্বেলে অবরোধ ভেঙেছিলেন রংপুরের বেগম রোকেয়া সাখাওয়াৎ। ধর্মান্ধ সমাজে তাঁর এই জীবনবোধ ভারতবর্ষ জুড়ে নারী জাগরণের অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তাঁকে। বেগম রোকেয়ার সেই জন্মাঞ্চলেই পিছিয়ে রয়েছেন নারীরা। শিক্ষা, চিকিৎসা, বাল্যবিয়ে, যৌন হয়রানিসহ নানা সমস‌্যায় জর্জরিত রংপুরের গ্রামীণ জনপদের নারীরা।

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কুমারপাড়ার (পালপাড়া) মহল্লার দিপালী রানী পেশায় গৃহিনী। রাইজিংবিডিকে তিনি বলেন, ‘অধিকার-টধিকার নিয়া হামার ভাব্বার টাইম নাই। হামার গুলার অধিকার যার ভাব্বার দরকার তায় ভাবুক। হামরা খালি জানি কী কাজ করলে ছাওয়া ছোটো নিয়া ভালো করি সংসার চলবে। সেই চিন্তায় সক সময় করি।’

গ্রামগঞ্জে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বেশ খানিকটা পিছিয়ে আছে। ক্ষোভের সঙ্গে জানালেন পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের রোকসানা। সে নবম শ্রেণির শিক্ষার্থী। 

রোকসানা বলে, ‘পড়ালেখার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় আমরা গ্রামাঞ্চলের মেয়েরা অনেক পিছিয়ে রয়েছে। চলা ফেরায় ধর্মীয় ও সামাজিক বিধি-নিষেধ, সন্ধ্যার পর বাহিরে যাওয়া যাবে না, এমনকি কোচিং বা প্রাইভেট পড়তে যাওয়ার ক্ষেত্রেও পরিবার থেকে বাধা দেওয়া হয়। ছেলেদের মতো নির্বিঘ্নে চলাফেরা আমরা করতে পারি না। এলাকার মানুষ খারাপ দৃষ্টিতে দেখে।’

কৃষি নির্ভর এ অঞ্চলে উল্লেখযোগ‌্যভাবে শিল্প কল-কারখানা গড়ে ওঠেনি। তাই দিন মজুরের কাজ ছাড়া নারীদের শ্রম দেওয়ার তেমন কোনো যায়গাও নেই। তারপরও যা শ্রম দিচ্ছেন তাতেও বৈষম‌্য রয়েছে। পুরুষের তুলনায় নারীরা কম মজুরি পান।

চরাঞ্চলসহ সীমান্ত এলাকার অনেক নারী ভিজিডি কার্ড, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতাসহ সরকারী অনেক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত।এক পরিসংখ্যানে দেখা যেছে, দেশের উত্তরাঞ্চল থেকে প্রায় ১৪ লাখ লোক রাজধানীতে পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছেন। যার মধ্যে আট লাখের কোঠায় নারী। 

নারী সংগঠনগুলোর দাবি, উত্তরাঞ্চলে এখনও শিল্প কলকারখানাসহ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে ওঠেনি। তাই মজুরি বৈষম্যের কারণে গ্রামীণ জনপদের নারীরা জীবিকার তাগিদে রাজধানীতে পাড়ি জমাচ্ছে।

নারী দিবসে উত্তরাঞ্চলের নারীদের এগিয়ে নিতে পুরুষদের প্রতি আহ্বান জানিয়ে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ‌্যাডভোকেট ছাফিয়া খানম বলেন, ‘গ্রাম থেকে শহর পর্যায়ে সমতা বজায় রেখে প্রতিটি কাজে নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে- হাতে হাত রেখে কাজ করে দেশের ও সমাজের সর্বোপরি পরিবারের উন্নয়নে কাজ করতে হবে। সেই মানসিকতাও তৈরি করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘নারী ছাড়া পুরুষ চলতে পারে না। সেদিক থেকে নারীদের আরও অনুপ্রাণিত করতে হবে। নারীদেরকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করতে হবে পুরুষদের।’

কর্মক্ষেত্র তৈরি করার পাশা-পাশি সমাজে নারীদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে কর্মক্ষেত্রে পুরুষদের আন্তরিক সহযোগিতা করা উচিত বলে জানান রংপুর উইমেন চেম্বার অব কমার্সের সফল নারী আনোয়ারা ফেরদৌসি পলি।

উল্লেখ্য, ১৯১৪ সাল থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ নারী দিবস পালিত হয়। বাংলাদেশে ১৯৭১ সাল থেকেই ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের আহ্বান করে। এরপর থেকে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে।

রংপুর/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়