ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুদকের মামলায় পুলিশ কর্মকর্তার স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ৯ মার্চ ২০২১   আপডেট: ১৪:১১, ৯ মার্চ ২০২১
দুদকের মামলায় পুলিশ কর্মকর্তার স্ত্রী কারাগারে

ঢাকা সিআইডিতে কর্মরত পুলিশের এসআই নওয়াব আলীর স্ত্রী গোলজার বেগমকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। 

মঙ্গলবার (৯ মার্চ) তিনি অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের দায়েরকৃত মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের আইনজীবি মাহমুদুল হক রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, সিআইডি’র এসআই নওয়াব ১৯৯২ সালে পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। এরপর ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে এসআই পদমর্যাদা লাভ করেন। এই সময়ে তিনি দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। এই সম্পদের মালিকানা স্ত্রী গোলজার বেগমকে প্রদান করেন। একসময় চট্টগ্রাম নগর পুলিশে কর্মরত থাকা এস আই নওয়াব আলী ও তার স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হলে গত ২৫ ফেব্রুয়ারি আদালত ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন।  আজ (মঙ্গলবার) গোলজার বেগম আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।

 

চট্টগ্রাম/রেজাউল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়